মালদা

নিখোঁজ সন্তানের খোঁজ পেতে মরিয়া পরিবার, পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ গ্রামবাসীদের

তিনদিন ধরে নিখোঁজ ছেলে। ছেলের হদিশ না পেয়ে পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তুলে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে পরিবারকে সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শনিবার পুরাতন মালদার সাহাপুর শিবমন্দির এলাকায় এই পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।

পরিবার সুত্রে জানা যায়, পুরাতন মালদার সাহাপুর এলাকা থেকে দিন কয়েক আগে রিজু ঘোষ(১৬) নামে এক কিশোর। সে স্থানীয় বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়াশোনা করে। পাশাপাশি বাবার ব্যবসায় সাহায্যে করে বলে জানা যায়। গত বুধবার রাত্রিবেলা রিজু ছানা বিক্রি করতে মালদার ইংরেজবাজার থানার অতুল চন্দ্র মার্কেটে আসে। এরপর রাত গড়িয়ে গেলেও তার কোন খোঁজ পায়নি পরিবারের সদস্যরা। এরপর পরিবারের লোকজন মালদা থানায় অভিযোগ জানাতে গেলে তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ। পরের দিন অভিযোগ নেওয়া হয়। কিন্তু ছেলের কোন হদিশ এখনো পর্যন্ত পুলিশ দিতে পারেনি। বার বার থানায় গেলেও তাদেরকে বের করে দেওয়া হয়। এরপর তারা বাধ্য হয়ে পথ অবরোধে নামেন। ঘটনার খবর পেয়ে পুলিশ গেলেও কোন কথা শুনতে চাননি অবরোধকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও অবরোধ চলছে বলে জানা যায়।

এবিষয়ে নিখোঁজ কিশোরের মার অভিযোগ, তার ছেলে বুধবার থেকে নিখোঁজ। কিন্তু পুলিশকে বারবার জানিয়েও কোন ফল হয়নি। থানায় গেলে তাদের বের করে দেওয়া হয়। পুলিশ কোন কাজ করছে না। তার একটাই দাবি তার ছেলেকে ফিরিয়ে দিক প্রশাসন।

এদিকে এই ঘটনায় এলাকার মেম্বার অনেক ঘোষ অভিযোগ করে বলেন, গত বুধবার থেকে তাদের প্রতিবেশী সুভাস ঘোষের ছেলে রিজু ঘোষ কিডন্যাপ হয়েছে। এই মর্মে ইংরেজ বাজার থানা থেকে মালদা থানা সমস্ত জায়গায় জানিয়েছি কিন্তু কোন ফল হয়নি। গতকাল কিডন্যাপ দলের দুই জঙ্কে ধরে পুলিশের হাতে তুলে দি। ১২ ঘণ্টার মধ্যে খুজে দেওয়ার আশ্বাস দেয় কিন্তু  সময় পেরিয়ে গেলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

https://www.youtube.com/embed/dFZhUTKrppA